ফুটবল

আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিলো স্পেনের আদালত

কর ফাঁকির দায়ে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত। পাশাপাশি তাঁকে প্রায় চার লাখ ইউরো আর্থিক জরিমানাও করা হয়েছে।

২০১৩ সালে প্রথম দফায় স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব নেন আনচেলত্তি। স্পেনের কর কর্তৃপক্ষের অভিযোগ, ইতালিয়ান এই কোচ মাদ্রিদে থাকা কালীন ২০১৪ ও ২০১৫ সালে ইমেজ স্বত্ব ও অন্যান্য উৎস থেকে যে আয় করেছিলেন, তা গোপন করে ১০ লাখ ইউরোর বেশি কর ফাঁকি দিয়েছেন।


বুধবার স্পেনের একটি আদালত ২০১৪ সালের অভিযোগে আনচেলত্তিকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে। তবে ২০১৫ সালের অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়েছে।

 


তবে স্পেনের আইনে বলা আছেযেসব অপরাধ হিংসাত্মক নয় এবং অপরাধী আগে কখনও দণ্ডিত হননি, সেই সব ক্ষেত্রে দুই বছরের নিচে কারাদণ্ড হলেও সাধারণত জেলে যেতে হয় না। ফলে ৬৬ বছর বয়সী এই কোচকে কারাভোগ করতে হচ্ছে না।

এ সম্পর্কিত আরও পড়ুন