আবহাওয়া

আষাঢ়ের কাঁদুনিতে ভিজছে দেশ, ভূমিধসের আশঙ্কায় পাহাড়ি এলাকা

টানা কয়েকদিন ধরেই যেন আষাঢ় তার সবটুকু অভিমান ঝরিয়ে দিচ্ছে বাংলার আকাশে। কখনো টুপটাপ, কখনো ঝমঝমিয়ে। শেষ ২৪ ঘণ্টাতেও দেশের ওপর দিয়ে নেমে এসেছে ভারী বর্ষণের ঢল। কোথাও কোথাও পানি জমেছে, কোথাও ভিজে গেছে শহরের বুক। এর মধ্যেই বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের পাঁচটি বিভাগে আরও ভারি থেকে অতি ভারি বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুধু বৃষ্টি নয়—সন্ধ্যার মধ্যেই ঢাকাসহ ১৫ জেলার ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। সেই সঙ্গে হতে পারে বজ্রপাতসহ প্রবল দমকা হাওয়া।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক পূর্বাভাসে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সতর্কতা জারি করা হয়েছে।

তিনি জানান, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার—এই ১৫ জেলার ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। পাশাপাশি অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

এই অবস্থায় এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

 

এদিকে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় ভারি (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (>৮৮ মিলিমিটার) বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোতে অতি বর্ষণের কারণে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন