বন্যার কারণে স্থগিত ৩ বোর্ডের আজকের এইচএসসি পরীক্ষা
দেশের কয়েকটি অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতির কারণে স্থগিত করা হয়ছে তিনটি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের আজ বৃহস্পতিবারের (১০ জুলাই) পরীক্ষা।
কুমিল্লা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা বন্যার ভয়াবহতার কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে।
আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান প্লাবিত হয়ে যায়। এছাড়া অনেক এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষাবোর্ডগুলো থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট বোর্ডগুলো জানিয়েছে, শুধু ১০ জুলাইয়ের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। পরবর্তী দিনগুলোর পরীক্ষা পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
পরীক্ষার নতুন সময়সূচি প্রসঙ্গে জানানো হয়েছে, স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি খুব শিগগিরই সংশ্লিষ্ট ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে পরীক্ষার্থীদের নিয়মিত খোঁজ রাখার জন্য নিজ নিজ প্রতিষ্ঠান ও বোর্ডের নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
এমএ//