বিনোদন

ব্ল্যাক ম্যাজিকের আবহ নিয়ে আসছে তিশা-ইয়াশ-উর্বী !

ছবি: সংগৃহীত

রহস্য, ভয় আর অশুভর এক অদ্ভুত আবহ তৈরি করে ‘ব্ল্যাক ম্যাজিক’ বাংলায় যাকে বলে কালো জাদু। এক সময় শুধুই মফস্বলের লোককথা বা অলৌকিক গালগল্পে সীমাবদ্ধ থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে এই রহস্যময় চর্চা জায়গা করে নিচ্ছে শহুরে জীবনেও। সাম্প্রতিক সময়ের কিছু আলোচিত ঘটনার পর ব্ল্যাক ম্যাজিক নিয়ে মানুষের আগ্রহ যেমন বেড়েছে, তেমনি প্রশ্নও উঠেছে এর বাস্তবতা নিয়ে। ঠিক এই টানাপড়েনের মধ্যেই নির্মাতা তানিম রহমান অংশু এবার হাজির হলেন তার নতুন নাটক ‘নসিব’ নিয়ে। যেখানে ধরা পড়বে প্রেম, বিশ্বাস, প্রতিশোধ আর অতিপ্রাকৃত শক্তির এক জটিল গল্প।

নাটকটির মূল ভাবনা, পরিচালনা ও নির্মাণে সরাসরি যুক্ত ছিলেন অংশু নিজেই। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাল্য বোস। প্রযোজনা করেছে গানচিল প্রোডাকশনস। নাটকের কেন্দ্রীয় তিনটি চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ রোহান, তানজিন তিশা ও প্রিয়ন্তী উর্বী। গেল (০৮ জুলাই) ‘নসিব’ নাটকের ট্রেলার প্রকাশ পেয়েছে গানচিল ড্রামার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। ইতোমধ্যে ট্রেলারটি প্রকাশের পরপরই দর্শকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে, যা মন্তব্য ও শেয়ার দেখেই বোঝা যাচ্ছে।

পরিচালক তানিম রহমান অংশু গণমাধ্যমকে জানান, নসিব আসলে জীবনে নিয়তি, ভয় আর বিশ্বাসের লড়াই নিয়ে গড়া একটি গল্প। এখানে ব্ল্যাক ম্যাজিক যেমন আছে, তেমনি আছে প্রেম, প্রতিশোধ আর সাইকো থ্রিলারের রোমাঞ্চকর টুইস্ট।

অভিনেত্রী তানজিন তিশা নাটকটি নিয়ে জানান, গল্পটা খুবই ইউনিক। এমন চরিত্রে আগে সে কখনও কাজ করেনি। কাজটি করে নিজেও ভিন্ন এক অভিজ্ঞতা পেয়েছেন। তার বিশ্বাস, দর্শকেরাও এই নাটকে নতুন কিছু খুঁজে পাবেন।

ইয়াশ রোহান জানান, এটা একেবারেই ব্যতিক্রমধর্মী কাজ। সাইকো থ্রিলার এবং ব্ল্যাক ম্যাজিক একসাথে থাকায় চরিত্রটি ফুটিয়ে তোলার সময় নতুন অভিজ্ঞতা হয়েছে। দর্শকদেরও ভালো লাগবে বলে আশা করেছেন।

অন্যদিকে প্রিয়ন্তী উর্বী জানান, তার চরিত্রটি আবেগ ও গভীরতায় পূর্ণ। এমন চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়া সবসময়ই আনন্দের। এখন শুধু অপেক্ষা, দর্শকরা কেমনভাবে নাটকটি গ্রহণ করবেন। 

গানচিল ড্রামার কর্ণধার আসিফ ইকবাল জানিয়েছেন, আগামী ১০ জুলাই গানচিল ড্রামার ইউটিউব চ্যানেলে নাটকটি মুক্তি পাবে। নতুন প্রজন্মের থ্রিলারপ্রেমীদের জন্য ‘নসিব’ হতে পারে এক অন্যরকম অভিজ্ঞতা। 

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন