আবহাওয়া

বৃষ্টির ছোঁয়ায় ভিজছে ঢাকা, চার বিভাগে ভারী বর্ষণের শঙ্কা

আজ যেন প্রকৃতি তার মেঘমালা খুলে দিয়েছে। রাজধানী ঢাকায় সকাল থেকেই ছিটেফোঁটা বৃষ্টিতে জেগে উঠেছে শহর। আকাশজুড়ে ভেসে বেড়াচ্ছে সাদা-ছাই মেঘ, আর বাতাসে ভেসে আসছে শীতলতার মৃদু ছোঁয়া। সারাদেশেই আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে কিছুটা কমতে পারে দিনের তাপমাত্রা।

মঙ্গলবার(০৮ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকাসহ পার্শ্ববর্তী অঞ্চলে আকাশ থাকবে আংশিক মেঘলা, এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। যদিও সকাল থেকেই রাজধানীতে বৃষ্টির দেখা মিলেছে।

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে হালকা বাতাস বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। যদিও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে আদ্রতার উচ্চমাত্রা থাকার ফলে বাতাসে থাকবে আর্দ্র গরমের অনুভব।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৭ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাজধানীতে।

সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে এর মধ্যেও কিছু এলাকা রয়েছে ঝুঁকির মুখে।

আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য জারি করা বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, অতিরিক্ত বৃষ্টির কারণে ঢাকা, চট্টগ্রাম ও খুলনার নগর এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন