জাতীয়

দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমছে : প্রেস সচিব

ফাইল ছবি

সরকারের পরিকল্পনা ও সঠিক ব্যবস্থার কারণে দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কমছে। এমনটি জানিয়েছেন, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ভবিষ্যতে মূল্যস্ফীতি আরও কমবে।

সোমবার ( ৭ জুলাই ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম লেখেন, অন্তর্বর্তী সরকারের চিন্তাভাবনা করে নেওয়া সিদ্ধান্তের ফলে দ্রব্যমূল্য দ্রুত কমছে।

তার দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন মাসে পয়েন্ট-টু-পয়েন্ট (অর্থাৎ এক বছর আগে একই সময়ের তুলনায়) মূল্যস্ফীতি হয়েছে ৮.৪৮ শতাংশ। এটি ২০২৪ সালের আগস্ট মাসের তুলনায় প্রায় ২ শতাংশ কম।

খাদ্যের দাম কমে এখন ৭.৩৯ শতাংশ মূল্যস্ফীতি হয়েছে, যা গত দুই বছরে সবচেয়ে কম।

তিনি আরও জানান, খাদ্য ছাড়া অন্যান্য পণ্যের দামও কমতে শুরু করেছে এবং সামনে আরও কমবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আজ নতুন তথ্য প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, গত বছরের জুনে মূল্যস্ফীতি ছিল ৯.৭২ শতাংশ, আর এবার তা কমে ৮.৪৮ শতাংশ হয়েছে।

খাদ্যপণ্যের মূল্যস্ফীতি গত জুনে নেমে এসেছে ৭.৩৯ শতাংশে, যেখানে গত বছর ছিল ১০.৪২ শতাংশ।

অন্যদিকে, খাদ্য ছাড়া অন্য পণ্যের দাম গত জুনে বেড়েছে ৯.৩৭ শতাংশ হারে, যা মে মাসে ছিল ৯.৪২ শতাংশ এবং ২০২৪ সালের জুনে ছিল ৯.১৯ শতাংশ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন