আন্তর্জাতিক

ব্রিকস সম্মেলনে ইরান-রাশিয়ার দ্বিপাক্ষিক বৈঠক

ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেইরোতে ১৭তম ব্রিকস সম্মেলনের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

বৈঠকে রাশিয়া এ ধরনের সামরিক হুমকির বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করে জানায় যে, এই সংকট কূটনৈতিক ও রাজনৈতিক মাধ্যমে মোকাবিলা করাই একমাত্র কার্যকর পথ।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে জানানো হয়, পরিস্থিতি উত্তপ্ত হওয়া সত্ত্বেও বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন