কাশ্মীরে সেনা ক্যাম্পে গুলিবিদ্ধ হয়ে ভারতীয় সৈন্যের মৃত্যু
কাশ্মীরের রাজৌরি জেলার একটি সেনা ঘাঁটিতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য। শনিবার (০৫ জুলাই) দিবাগত রাতে পাহারার দায়িত্বে থাকা অবস্থায় নিজ অস্ত্রের গুলিতেই মারা যান তিনি।
ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে রোববার (৬ জুলাই) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রাথমিকভাবে জানা গেছে, নিহত সৈন্য ৫৪ রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটে কর্মরত ছিলেন এবং রাজৌরি শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের সোলকি গ্রামের কোম্পানি হেডকোয়ার্টারে দায়িত্ব পালন করছিলেন।
হঠাৎ করেই তার পোস্ট থেকে গুলির শব্দ শোনা গেলে আশপাশের সেনারা দ্রুত সেখানে ছুটে যান। গিয়ে দেখেন, ওই সৈন্য নিথর দেহে পড়ে আছেন।
এটি আত্মহত্যা, দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ তা এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
এমএ//