আন্তর্জাতিক

ফের ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন

ছবি: ফাইল ছবি

আবারও ইয়েমেন থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার দাবি করেছে ইসরাইলি সশস্ত্র বাহিনী (আইডিএফ)। ক্ষেপণাস্ত্রটি ছোড়ার পর মৃত সাগর ও জুডিয়ান মরুভূমি এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হয়, যাতে সাধারণ জনগণ নিরাপদ আশ্রয়ে যেতে পারে। খবর টাইমস অব ইসরাইল।

ইসরালি সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (৫ জুলাই) মধ্যরাতের পর ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় করা হয়, এবং শেষ পর্যন্ত সেটি সফলভাবে প্রতিরোধ করা গেছে।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইয়েমেন থেকে ইসরাইলের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আমাদের আকাশ প্রতিরক্ষা বাহিনী সেটি প্রতিহত করতে কাজ করছে।’

এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে নিরাপত্তা বাহিনী পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন