স্বাস্থ্য

ফের করোনায় ১ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৬

ছবি: ফাইল ছবি

গেল ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ছয়জন। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত মোট ৬২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (০৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় মোট ২৩৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সেই হিসাবে শনাক্তের হার দুই দশমিক ৫১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে ২৯ হাজার ৫২৩ জন মারা গেছেন। তাদের মধ্যে চলতি বছর মারা গেছেন ২৪ জন। এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫২ হাজার ১৭৪ জন। ২০২৫ সালে শনাক্ত হয়েছেন ৬২৯ জন।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন