জনতা ব্যাংকের ডিজিএম নিখোঁজ, সন্ধান চায় পরিবার!
রাজধানীর খিলক্ষেত পূর্ব নামাপাড়া এলাকায় শুক্রবার (০৫ জুলাই) নিজ বাসা থেকে জুম্মার নামাজে গিয়ে আর ফিরে আসেননি জনতা ব্যাংক পিএলসির এইচআরডি ডিজিএম মো. মুশফিকুর রহমান (৫৮)। মোবাইল ফোন সঙ্গে না থাকায় তার খোঁজ পাওয়া যাচ্ছে না।
মুশফিকুর রহমানের পরিবার জানান,শুক্রবার দুপুর সাড়ে ১২'টার পর থেকে শনিবার (৬ জুলাই) দুপুর দেড়টা পর্যন্ত কোনও খোঁজ না পেয়ে সিসি ক্যামেরার সহায়তা নেন।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, তিনি বাসার পাশের মসজিদে নামাজ পড়তে যাননি, যা তার নিখোঁজ হওয়ায় রহস্যের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে।
এ ঘটনায় খিলক্ষেত থানায় শনিবার জিডি করা হয়েছে। তার পরিবার অনুরোধ জানিয়ে বলেন,যদি কেউ তার সন্ধান পান,তাহলে দ্রুত তাদের সাথে যোগাযোগ করার জন্য। নাম্বারগুলো হলো : ০১৭১১৭৮২৫৮৪ (জিয়াউর রহমান, মুশফিকুর রহমানের ভাই),০১৯১১ ২২৪৭১৮ (আবদুল আলিম খান, কোম্পানি সেক্রেটারি, জনতা ব্যাংক পিএলসি)।
এসকে//