টেক্সাসে মায়ের ভুলে গাড়িতে শিশুর মৃত্যু!
যুক্তরাষ্ট্রে গরম গাড়িতে ৯ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০১ জুলাই) সকালে টেক্সাস অঙ্গরাজ্যের গ্যালিনা পার্ক এলাকায় এ ঘটনা ঘটে। রাজ্যটির হ্যারিস কাউন্টির শেরিফ এড গনজালেজ এ তথ্য জানিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে জানা গেছে,৩৬ বছর বয়সী ওই নারী গ্যালিনা পার্ক এলাকার একটি কারখানায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত কাজ করতে যান। কাজ শুরু করার আগে সাদা টয়োটা ক্যামরি গাড়ির জানালা কিছুটা নামিয়ে দিয়ে এবং অল্প পানি দিয়ে তিনি তার ৯ বছর বয়সি মেয়েকে গাড়ির ভেতরে রেখে চলে যান। কিন্তু কাজ শেষে গাড়ির ভেতরে শিশুটিকে অচেতন অবস্থায় দেখতে পান মা। এরপর জরুরি সেবা ও পুলিশকে খবর দেয়ার পর স্থানীয় হাসপাতালে নেয়া হলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সেদিন গ্যালিনা পার্কে তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছিল।
পুলিশ জানান,এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং শিশুর মাকে আটকও করা হয়েছিল। তবে ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়ায় তাকে পরদিনই মুক্তি দেয়া হয়।
তারা আরও জানান,টেক্সাসে শিশুদের গরম গাড়িতে একা রেখে যাওয়ার ঘটনা আইনত অপরাধ এবং এ বছরেই ১৩টি শিশু এভাবে মারা গেছে। আর এই গরম গাড়িতে মৃত্যুর ঘটনা ছিল চার দিনের মধ্যে তৃতীয়তম ঘটনা ।
এসকে//