খাবারের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১
পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নে চার ও পাঁচ বছর বয়সী দুই শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রনি (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। রনি কাশিনাথপুর পশ্চিমপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে।
শুক্রবার (০৪ জুলাই) দুপুরে র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র্যাবের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খান।
তিনি বলেন, গত মঙ্গলবার বিকেলে শিশু দুটি রাস্তায় খেলছিল। এ সময় অভিযুক্ত রনি খাবারের প্রলোভন দেখিয়ে তাদের নিজ বাড়িতে নিয়ে যায়। সেখানে তাদের দুজনের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে বলতে নিষেধ করে এবং শিশুদেরকে নিজ বাড়িতে পাঠিয়ে দেন। পরে ভিকটিমদ্বয় অসুস্থ অবস্থায় বাড়ি যাওয়ার পর পরিবারের সদস্যরা তার কারণ জানতে চাইলে তাদেরকে ধর্ষণের বিষয়টি জানায়।
পরে ভুক্তভোগী শিশুর পরিবার সাঁথিয়া থানায় একটি মামলা দায়ের করলে গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া থানার দারিয়াপুর এলাকায় রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত রনিকে গ্রেপ্তার করা হয়।
আসামিকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আই/এ