যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তি এখনও চূড়ান্ত নয়, আবার বসছে বৈঠক
যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সংক্রান্ত চুক্তি এখনও চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ। কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিরোধ থাকায় প্রস্তাবিত চুক্তির খসড়ায় সম্মতি আসেনি। এই বিষয়ে আলোচনার পরবর্তী ধাপের বৈঠক হবে ৮ জুলাই, ওয়াশিংটনে।
বৃহস্পতিবার (০৩ জুলাই) ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) কার্যালয়ে বাংলাদেশের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়। তবে সেই বৈঠকেও চুক্তির খসড়া চূড়ান্ত করা সম্ভব হয়নি।
আলোচনায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। অনলাইনে যুক্ত ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
জানা যায়, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান আগামী শনিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন এবং ৮ জুলাইয়ের বৈঠকে অংশ নেবেন। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ইউএসটিআরের পাশাপাশি আরও কয়েকটি দপ্তরের সঙ্গেও আলোচনা করার কথা রয়েছে তার এবং বাণিজ্য উপদেষ্টার। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে এই সফর হচ্ছে।
এর আগে, মার্কিন প্রশাসন কর্তৃক বাংলাদেশি পণ্যের ওপর যে অতিরিক্ত ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়, তা ঘিরেই শুরু হয় আলোচনা। যুক্তরাষ্ট্র পাল্টা শুল্ক চুক্তির আগ্রহ দেখিয়ে একটি প্রস্তাব পাঠায়। তবে প্রস্তাবিত শর্তগুলোর কিছু অংশ আন্তর্জাতিক বাণিজ্যনীতির সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ মনে করছে বাংলাদেশ, যার ফলে আপাতত চুক্তি স্থগিত রয়েছে।
এমএ//