ইরানের পারমাণবিক কর্মসূচিতে বড় ধাক্কা: দাবি পেন্টাগনের
মার্কিন বিমান হামলায় ইরানের তিনটি পরমাণু স্থাপনার পারমাণবিক কর্মসূচি ২ বছর পিছিয়ে গেছে। এমন দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।
বুধবার (০২ জুলাই) পেন্টাগনের মুখপাত্র শন পারনেল দাবী করেন, ইরানের কর্মসূচি এক থেকে দুই বছর থামিয়ে দিতে পেরেছেন তারা।
গেল ২১ জুন যুক্তরাষ্ট্র বি-২ স্টিলথ বোমারু বিমান ইরানে হামলা করতে পাঠায় আমেরিকা। তখন থেকেই ট্রাম্প বলে আসছেন, ইরানের পরমাণু কার্যক্রম শেষ করে দেয়া হয়েছে।
তবে ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ক্ষয়ক্ষতির বিষয়টি ট্রাম্প অতিরঞ্জিত করেছেন।
এর আগে বেশ কিছু মার্কিন গণমাধ্যমে ফাঁস হওয়া গোয়েন্দা রিপোর্টে বলা হয়, হামলায় ইরানের পরমানু কর্মসূচি কয়েক মাস বিলম্বিত হয়েছে।