সড়ক দুর্ঘটনায় মারা গেলেন জোতা
গোল করে তিনি ছুটতেন, উদযাপনে বসে পড়াতেন। গ্যালারিতে কম্পন উঠতো। ধারাভাষ্যকার উত্তেজিত কণ্ঠে উচ্চারণ করতেন তার নাম।
কিন্তু এসবের আর কিছুই দেখা যাবে না। মাঠ, গ্যালারি, টিভি স্ক্রিন—সব আজ শূন্য, নিস্তব্ধ। মাত্র ২৮ বছর বয়সেই লিভারপুলের পর্তুগিজ ফরোয়ার্ড দিয়াগো জোতা চলে গেলেন না ফেরার দেশে।
স্পেনের জামোরা প্রদেশে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন তিনি। এসময় জোতা তার ভাই আন্দ্রেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে। জোতার সাথে তার ভাই আন্দ্রেও মারা গেছেন।
স্থানীয় অগ্নিনির্বাপকর্মীদের বরাত দিয়ে স্পেনের রাস্ট্রায়াত্ত টিভি চ্যানেল জোতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে।
মাত্র দুই সপ্তাহ আগেই শৈশবের প্রেমিকা রুতে কারদোসোকে বিয়ে করেন জোতা। এর মধ্যেই ভেসে এল এমন মর্মান্তিক খবর।