হাসপাতালে ভর্তি সেই ফজর আলী, নতুন মামলার আসামি ৩০
কুমিল্লার মুরাদনগরে আলোচিত ধর্ষণ মামলার আসামি ফজর আলী কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছে। এ ঘটনার ভিডিও ছড়িয়ে দেওয়ার ঘটনায় করা মামলায় ৩০ জনকে আসামি করা হয়েছে। আর গ্রেপ্তার চার জনের রিমান্ড চাওয়া হয়েছে। ওই ৪ আসামি হলেন, সুমন, রমজান, আরিফ ও অনিক।
সোমবার (৩০ জুন) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ফজর আলীকে অর্থোপেডিকস বিভাগে সিট খালি না থাকায় ক্যাজুয়ালটি বিভাগে ভর্তি রাখা হয়েছে। তবে তাকে চিকিৎসা দিচ্ছে অর্থোপেডিকস বিভাগ। ওই বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, তার হাতে ও পায়ের চারটি স্থানে ভেঙে গেছে। তবে দুটি স্থানের আঘাত কয়েক দিন মাঝেই সেরে যাবে। বাকি দুটির অস্ত্রোপচার করতে হবে।
কুমিল্লার মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুর রহমান বলেন, ওই ঘটনায় দুটি মামলা করা হয়েছে। একটি ধর্ষণ মামলা। অপরটি যারা ভিডিও করেছে তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি মামলা। ধর্ষণ মামলার একমাত্র আসামি ফজর আলী। আর পর্নোগ্রাফি মামলার নামীয় আসামি পাঁচ, অজ্ঞাত আরও ২৫ জনসহ মোট ৩০ জন।
রিমান্ডের বিষয়ে কোর্ট ওসি সাদেকুর রহমান বলেন, এ ঘটনায় অভিযুক্ত চার জনের সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। তবে আদালত তা পরবর্তী শুনানির তারিখ আগামীকাল ধার্য করেছেন।
আই/এ