যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা চলছে : রাশিয়ান উপদেষ্টা
আগের চেয়ে বেশি "সৌহার্দ্যপূর্ণ" পরিবেশে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের আলোচনা হচ্ছে। এমনটা জানিয়েছেন, ক্রেমলিনের জ্যেষ্ঠ উপদেষ্টা ইউরি উশাকভ। তিনি বলেছেন, এটা "বাস্তব অগ্রগতির" সম্ভাবনা সৃস্টি করেছে।
রুশ সংবাদমাধ্যমকে উশাকভ আরো বলেন, “বর্তমান সংলাপ অনেকটাই বন্ধুত্বপূর্ণ। এই ধারা চলতে থাকলে বাস্তবসম্মত অগ্রগতি হবে।”তবে আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা হয়নি।
ধারণা করা হচ্ছে ইউক্রেন যুদ্ধ, কৌশলগত অস্ত্র নিয়ন্ত্রণ, এবং বন্দী বিনিময়সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে। সম্প্রতি মানবিক ও নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগে আগ্রহ প্রকাশ করে রাশিয়া।