দেশজুড়ে

দুদিন অচল থাকার পর আবারও সচল চট্টগ্রাম বন্দর

দুদিনের বিরতির পর আজ সকাল থেকে চট্টগ্রাম বন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম সম্পূর্ণভাবে পুনরায় শুরু হয়েছে।

সোমবার (৩০ জুন) সকাল থেকে বন্দরে জাহাজ থেকে আমদানি কনটেইনার নামানোর কাজ শুরু হযেছে। একই সঙ্গে বেসরকারি ডিপো থেকে রপ্তানি কনটেইনার নিয়ে এসে জাহাজে তোলা হচ্ছে। বন্দরে কনটেইনার খোলা ও পণ্য খালাসের কাজও শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম।

জানা যায়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার ঐক্য পরিষদের ডাকা ‘শাটডাউন’ কর্মসূচি প্রত্যাহারের পর রোববার রাত থেকেই কাস্টমসের অনুমোদন সাপেক্ষে বন্দরের কাজ ফের সচল হয়। গত শনিবার থেকে রোববার রাত সাড়ে ৯টা পর্যন্ত চট্টগ্রাম কাস্টম হাউসসহ দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ ছিল। 

এর ফলে চট্টগ্রাম বন্দরে সব ধরনের আমদানি-রপ্তানিসংক্রান্ত কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়, কারণ কাস্টমসের অনুমোদন ছাড়া বন্দরের কোনো কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। 

পরে রোববার রাতে ঢাকায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের বৈঠকের পর কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা আসে।

চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার সাইদুল ইসলাম বলেন, কর্মসূচি প্রত্যাহারের পর গতকাল রাতে আংশিকভাবে কাজ শুরু হলেও আজ সকাল থেকে আমদানি-রপ্তানিসংক্রান্ত সব কার্যক্রম পুরোদমে চলছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন