তবে কি ‘রঙ্গনা’ দিয়ে ফিরছেন শাবনুর!
বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী শাবনূর। এক সময় যার নামে হলগুলো মানুষের ভিরে উপছে পরতো। সেই অভিনেত্রী দীর্ঘ বিরতির পর ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে অভিনয়ে আবারও ফিরেছেন। সিনেমাটির অর্ধেক শুটিং শেষ হলেও গেল বছরের এপ্রিলে শুটিং শুরু হওয়ার পর এক বছরেরও বেশি সময় কেটে গেছে,তবে ছবির শুটিং এখন আবারও শুরু হয়নি।
২০২৪ সালের মে মাসে সিনেমার শুটিং শেষ হলেও সিডনিতে শাবনূর ফিরে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি জানিয়েছিলেন, তিনি আরও কিছুটা প্রস্তুতি নিয়ে শুটিংয়ে ফিরবেন। পরে জানানো হয়েছিল, ৮ আগস্ট থেকে সিনেমার দ্বিতীয় ধাপের শুটিং শুরু হওয়ার কথা।

অস্ট্রেলিয়া থেকে শাবনূর মোবাইল ফোনে জানিয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতে শুটিং করা সম্ভব নয়। সহকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফিরব এবং নতুন শিডিউল তৈরি করব।

সিনেমার নির্মাতা আরাফাতও জানিয়েছেন, দ্বিতীয় অংশের জন্য কিছুটা প্রস্তুতির প্রয়োজন ছিল, তবে এখন সব কিছুই প্রস্তুত। আশা করছি, ডিসেম্বরে শুটিং শুরু হবে।

এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, শাবনূর সম্মানীর কারণে শিডিউল পাচ্ছেন না। আর এ কারণে সিনেমার শুটিং আটকে গেছে। তবে শাবনূর নিজেই জানিয়ে দেন,আমার সিনেমা-সম্পর্কিত কোনও খবর আমার মুখ থেকে না শোনা পর্যন্ত গুজবে কান দেবেন না।

এরপর পাঁচ মাস কেটে গেলেও শুটিং নিয়ে কোনও আপডেট পাওয়া যায়নি।

তবে নির্মাতা নিশ্চিত করেছেন, শাবনূর শিগগিরই দেশে ফিরবেন এবং নভেম্বরে শুটিং শুরু হবে। গরম অনেক বেশি পড়ছে, তবে এটি কমলে শুটিং শুরু হবে। শাবনূরের সন্তানের স্কুল বন্ধ রয়েছে, সবকিছু পজিটিভ আছে।

শাবনূরও তার ঘনিষ্ঠজনদের কাছে শুটিংয়ে ফেরার ইঙ্গিত দিয়েছেন। তবে গুঞ্জনে বিভ্রান্ত না হতে অনুরোধ জানিয়েছেন। চলতি বছর এপ্রিলের শুরুতে শাবনূর তার অসুস্থ মাকে দেখতে ৮ ঘণ্টার জন্য ঢাকায় আসেন এবং ফের সিডনিতে চলে যান। তবে গত মাসের মাঝামাঝি সময়ে সিডনির একটি রাস্তায় দুর্ঘটনায় পড়েছিলেন তিনি। কিন্তু এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী।
এসকে//