বিনোদন

মা হওয়ার গুঞ্জন , মুখ খুললেন অভিনেত্রী সোনাক্ষী!

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও তার স্বামী জাহির ইকবালের বিয়ের এক বছর পূর্ণ হয়েছে। আর এর মধ্যেই নতুন সদস্য আসার কথা শোনা যাচ্ছে বলিপাড়ায়। তবে কি সত্যি সত্যি সোনাক্ষী মা হতে চলেছেন? তবে তার এমন গুঞ্জন ছড়িয়ে যাওয়ার পরই নানারকম জল্পনা চলছে ভক্তদের মাঝে। 

সম্প্রতি সোনাক্ষী সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এই গুঞ্জনের বিষয়ে কথা বলেছে।

তিনি বলেন, বিয়ের পর থেকে আমি অনেকরকম প্রশ্নের সম্মুখীন হয়েছি। তবে ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই হইচই করতে আমি পছন্দ করি না। তাই আমি সবসময়ই শান্তিপূর্ণ জীবনযাপন করতে চাই।

এছাড়া সোনাক্ষী তার ভিন্ন ধর্মে বিয়ে নিয়ে যে সমালোচনার মুখে পড়েছেন।

সেই বিষয়ে তিনি বলেন, যা-ই করুন, মানুষ কিছু না কিছু বলবেই। আমি যদি সাদা পোশাক পরি, তারা বলবে ‘কালো’। তাই এসব গুঞ্জনে বেশি গুরুত্ব না দেয়াই ভালো।

উল্লেখ্য,২০২৪ সালের ২৩ জুন সাদামাটা একটি আয়োজনের মধ্যে দিয়ে আইনি বিয়ে করেছিলেন সোনাক্ষী ও জাহির। তাদের বিয়েতে ধর্মীয় কোনও আচার ছিল না। বিয়ের পর তারা নিজেদের সুখী মুহূর্তগুলো সামাজিক মাধ্যমে শেয়ার করতে শুরু করেন। তবে সাত বছরের সম্পর্কের পর বিয়ের সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছিল নানা আলোচনা-সমালোচনা। সোনাক্ষীর পরিবার প্রথমে এই সম্পর্ক মেনে নিতে চায়নি। কিন্তু শেষ পর্যন্ত তারা একে অপরকে গ্রহণ করেন।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন