জাতীয়

ঢাকায় চালু হচ্ছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়

প্রথমবারের মতো বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের একটি অফিস চালু হতে যাচ্ছে। প্রাথমিকভাবে এই অফিস তিন বছরের জন্য ঢাকায় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।  

এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (MoU) প্রস্তুত করা হয়েছে। রোববার (২৯ জুন) উপদেষ্টা পরিষদের অনুষ্ঠিত এক বৈঠকে নীতিগত অনুমোদন পেয়েছে।

আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক বাংলাদেশ সফরে এসে এই বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এরপর থেকে বিষয়টি নিয়ে সরকার ও জাতিসংঘের মধ্যে আলোচনা চলে আসছিল। অবশেষে আলোচনার অগ্রগতিতে এখন অফিস স্থাপনের উদ্যোগ বাস্তবায়নের পথে।

তিনি আরও জানান, এখন সমঝোতা স্মারকের খসড়া কিছু উপদেষ্টা পর্যালোচনা করবেন। এরপর চূড়ান্ত করে জাতিসংঘের কাছে পাঠানো হবে। স্বাক্ষর হওয়ার পর অফিস চালু হবে। মেয়াদ শেষে উভয় পক্ষ চাইলে এটি নবায়নও করতে পারবে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন