নিউইয়র্কে জোহরান মেয়রপ্রার্থী , আলোচনায় তার স্ত্রী রামা!
নিউইয়র্কের আসন্ন মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হয়েছেন জোহরান মামদানি। তার এই মনোনয়ন বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। তার সঙ্গে আলোচনায় এসেছেন তার স্ত্রীও। তার স্ত্রী রামা দুয়াজি একজন তরুণ চিত্রশিল্পী ও অ্যানিমেটর।
মাত্র ২৭ বছর বয়সী রামা সিরীয় বংশোদ্ভূত হলেও থাকেন নিউইয়র্কে। তার চিত্রকর্মে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক বাস্তবতা ও মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বক্তব্য উঠে আসে।
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি,নিউইয়র্ক টাইমস,ওয়াশিংটন পোস্ট ও ভাইসের এক প্রতিবেদনে তার কাজ নিয়ে প্রকাশিত হয়েছে।
২০২২ সালে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের তথ্যচিত্র ‘Who Killed My Grandfather’-এ রামার একটি কাজ স্থান পেয়েছিল,যেখানে এক ইয়েমেনি রাজনীতিবিদের হত্যাকাণ্ডের অনুসন্ধান তুলে ধরা হয়।
গেল মে মাসে জোহরান সোশ্যাল মিডিয়ায় তাদের বিয়ের ঘোষণা দেন। তিনি লেখেন,রামা শুধু আমার স্ত্রী নয়,তিনি নিজেও একজন স্বতন্ত্র শিল্পী। উত্তরে রামা মজার ছলে মন্তব্য করেন, Oh my God, she is real!
তবে নির্বাচনি প্রচারে স্ত্রীকে দেখা না যাওয়ায় সমালোচকরা প্রশ্ন তুলেছেন তিনি কি রামাকে আড়ালে রাখছেন?
জবাবে জোহরান বলেন, আপনি আমার রাজনৈতিক মতাদর্শ নিয়ে প্রশ্ন করতে পারেন, কিন্তু আমার পরিবার নিয়ে নয়। এটা নোংরা রাজনীতি।
উল্লেখ্য,জোহরান নিজেকে একজন ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচয় দেন। গেল ২৪ জুন তিনি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে হারিয়ে নিউইয়র্কের রাজনীতিতে নিজের অবস্থান আরও শক্ত করেন।
এসকে//