‘অদ্ভুত’ সেতুর নকশা, বরখাস্ত ৭ প্রকৌশলী
ভারতের মধ্যপ্রদেশের ভোপালে সম্প্রতি নির্মিত একটি রেলওভার ব্রিজ নিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা। ‘বিরল’ ডিজাইনের কারণে সেতুটি সামাজিক মাধ্যমে ট্রলের শিকার হয়েছে। কারণ, সেতুর মাঝখানে রয়েছে একটি হঠাৎ ঘুরে যাওয়া ৯০ ডিগ্রি বাঁক, যা চালকদের জন্য চরম ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন অনেকে।
রোববার (২৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এ ঘটনাকে কেন্দ্র করে কঠোর পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। মারাত্মক অব্যবস্থাপনার অভিযোগে সাতজন প্রকৌশলীকে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন চিফ ইঞ্জিনিয়ারও রয়েছেন। পাশাপাশি, যারা সেতুটির নকশা ও নির্মাণের দায়িত্বে ছিলেন, তাদের প্রতিষ্ঠানকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে।
শনিবার (২৮ জুন) রাতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এক্স-এ (পূর্বে টুইটার) দেওয়া এক পোস্টে জানান, সেতু নির্মাণে গাফিলতির অভিযোগ তদন্তে উঠে এসেছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। একজন অবসরপ্রাপ্ত প্রকৌশলীর বিরুদ্ধেও তদন্ত প্রক্রিয়া শুরু হচ্ছে।
নকশার কাজ করেছে ‘ডায়নামিক কনসালট্যান্ট’ এবং নির্মাণের দায়িত্ব ছিল ‘পুনীত চাড্ডা’ নামের একটি প্রতিষ্ঠানের উপর। এই দুই প্রতিষ্ঠান এখন নিষিদ্ধ তালিকায় জায়গা পেয়েছে। সেতুটি নিরাপদ করতে নতুন করে নকশা পর্যালোচনার জন্য গঠন করা হয়েছে একটি বিশেষ কমিটি। পরিবর্তন শেষে ব্রিজটি চালু করা হবে বলে জানিয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী।
তবে প্রকল্প সংশ্লিষ্টরা দাবি করছেন, ভূমি সংকট ও পাশে থাকা মেট্রো স্টেশনের কারণে এ ধরনের বাঁক রাখতে বাধ্য হয়েছেন তারা। তাদের মতে, সামান্য অতিরিক্ত জমি পাওয়া গেলে ব্রিজটিকে আরও সরল ও নিরাপদ করে নির্মাণ করা যেত।
ওভার ব্রিজটি মহামাই কা বাগ, পুষ্পা নগর ও স্টেশন এলাকার মানুষদের নিউ ভোপালের সঙ্গে সহজ সংযোগ দেওয়ার জন্য প্রায় ১৮ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে।
এমএ//