মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, আহত ৫
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পারভেজ মোশাররফ (১৯)। রোববার (২৯ জুন) সকালে শাপলাপুরের অবসরপ্রাপ্ত মেজর সিনহা চত্বরের কাছে এ দুর্ঘটনা ঘটে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘দুর্ঘটনার পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’
নিহত মোশাররফ পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের ষাইটপাড়া গ্রামের বাসিন্দা, আবুল ফয়েজের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে মোটরসাইকেলে টেকনাফের দিকে যাচ্ছিলেন মোশাররফ। শাপলাপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
এ ঘটনায় সিএনজিতে থাকা পাঁচজন যাত্রী আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এমএ//