আইন-বিচার

হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

সিরাজগঞ্জের কাজীপুরে হাবিবুর রহমান হবি হত্যা মামলায় ছয়জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২৯ জুন) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক কানিস ফাতিমা এ রায় ঘোষণা করেন।

মামলার বিস্তারিত তুলে ধরে আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান নবাব জানান, মামলায় অভিযুক্ত সাতজনের মধ্যে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দণ্ড দেওয়া হয়েছে। অপর এক আসামিকে আদালত বেকসুর খালাস দিয়েছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কাজীপুর উপজেলার পাটগ্রাম এলাকার মৃত পচা শেখের ছেলে জুড়ান শেখ; মৃত সোনা মল্লিকের ছেলে নজরুল ইসলাম, মৃত অসীম খার ছেলে কুড়ান খা; শাহ আলীর স্ত্রী ফুলমালা খাতুন;  জুড়ান শেখের স্ত্রী লাভলী বেগম এবং তাদের ছেলে আমির হোসেন।

মামলার এজাহারে জানা যায়, ২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর রাতে হাবিবুর রহমান তার নাতি মেহেদি হাসানের সঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে মেহেদি ঘুম থেকে উঠে নানাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

দুই দিন পর, ২ অক্টোবর বিকেলে বাড়ির পাশের নীচু ফসলি জমিতে পানির মধ্যে হাবিবুরের মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের ছেলে আবুল কালাম আজাদ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে কাজীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৫ সালের ২৭ জানুয়ারি সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

তদন্তে উঠে আসে, নিহত হাবিবুর রহমান প্রতিবেশী নারী ফুলমালার বাড়িতে গোপনে যাতায়াত করতেন। এ নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছিল। বিষয়টি কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হলে, প্রতিশোধপরায়ণ হয়ে ফুলমালা ও তার সহযোগীরা হাবিবুরকে শ্বাসরোধে হত্যা করেন। 

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন