আন্তর্জাতিক

ইসরাইলি হামলায় আরও ৮১ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার শতাধিক মানুষ। শনিবার (২৮ জুন) দুপুর পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন স্থানে এসব হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বিবিসি

গাজার আল-শিফা হাসপাতালের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শহরের একটি স্টেডিয়ামের কাছে হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। হামলায় শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। স্টেডিয়ামটি তাঁবুতে বসবাসকারী বাস্তুচ্যুত লোকদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

ফিলিস্তিনি বার্তা সংস্থা আহমেদ কিশাউইয়ের বরাতে  রয়টার্স জানিয়েছে, ‘এই এলাকাটি তাঁবুতে পরিপূর্ণ ছিল– এখন তাঁবুগুলো বালুর নিচে। আমরা ঘণ্টার পর ঘণ্টা খালি হাতে খুঁড়েছি।’

বিবিসি যাচাইকৃত ফুটেজে দেখা গেছে, ফিলিস্তিনিরা খালি হাতে ও কোদাল দিয়ে বালু খুঁড়ে মরদেহ উদ্ধারের চেষ্টা করছে। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বসে ছিলেন। একটি রাস্তায় হামলা হওয়ার পর হঠাৎ বিশাল বিস্ফোরণের শব্দ শোনা যায়।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন