বৃষ্টিতে আবারও পানির নিচে টেকনাফ
ভারী বৃষ্টিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব রঙিখালী এলাকায় আবারও ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে অন্তত ৩০০ পরিবারের ঘরবাড়ি পানির নিচে তলিয়ে গেছে। বছরের পর বছর ধরে অল্প বৃষ্টিতেই এমন পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে স্থানীয়দের।
শনিবার (২৮ জুন) রাত থেকে হওয়া বৃষ্টিতে এ জলাবদ্ধতা তৈরি হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খাল ভরাট হয়ে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে গেছে। ফলে বৃষ্টি হলেই এলাকা প্লাবিত হয়, ঘরবাড়ি ডুবে যায় এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ে।

ক্ষতিগ্রস্তদের অভিযোগ, অনেক সময় শুকনো খাবার বা অস্থায়ী ত্রাণ সহায়তা মিললেও মূল সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ নেই। তারা বলেন, আমরা আর শুধু ত্রাণ চাই না, চাই স্থায়ী সমাধান। প্রয়োজন হলে নিজেরাও শ্রম দিতে রাজি আছি। তবে সরকারিভাবে খাল খনন ও স্লুইসগেট বড় করার ব্যবস্থা করতে হবে।

এ বিষয়ে স্থানীয়রা দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেছেন।
আই/এ