অর্থনীতি

এনবিআরে অচলাবস্থা, আমদানি-রপ্তানি পুরোপুরি বন্ধ

আজ থেকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের আহ্বানে দেশব্যাপী শুরু হয়েছে কমপ্লিট শাটডাউনকর্মসূচি। এর ফলে রাজধানীসহ সারা দেশে কাস্টমস, ভ্যাট ও আয়কর অফিসে সব ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। কেবলমাত্র আন্তর্জাতিক যাত্রীসেবা চালু রাখা হয়েছে।

শনিবার (২৮ জুন) সকালে কর্মসূচি পালন শুরু করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আগামীকালও দেশজুড়ে শাটডাউন এবং মারচ টু এনবিআর কর্মসূচি চলবে বলে তারা ঘোষণা দিয়েছেন।

জানা যায়,  দেশের প্রধান কাস্টমস স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউসেও চলমান আন্দোলনের প্রভাব পড়েছে । সেখানে আমদানি-রপ্তানি পণ্যের শুল্কায়ন পুরোপুরি বন্ধ রয়েছে। কর্মকর্তারা উপস্থিত থাকলেও কেউ কার্যক্রমে অংশ নিচ্ছেন না।

চট্টগ্রাম কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টম অ্যাফেয়ার্স সেক্রেটারি রেজাউল করিম স্বপন বলেন, ‘আমরা আগেই সিঅ্যান্ডএফ এজেন্টদের বিষয়টি জানিয়েছিলাম। ফলে তারাও কাস্টম হাউসে আসেননি। কার্যত আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।

একই চিত্র ঢাকাসহ দেশের অন্যান্য কাস্টম হাউসেও।

এদিকে  এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবি সমর্থন করেন না ব্যবসায়ী নেতারা। তাঁরা বলছেন, এনবিআর চেয়ারম্যানকে অপসারণ কোনোভাবে কাম্য নয়। একই সঙ্গে তাঁরা একটি দক্ষ ও হয়রানিমুক্ত এনবিআর প্রতিষ্ঠার জন্য সংস্থাটির সংস্কারের পক্ষে জোরালো সমর্থনের কথা তুলে ধরেন।

আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ব্যবসায়ীদের শীর্ষস্থানীয় ১৩টি সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা এ কথা বলেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন