তবে কি এবার কীর্তন গাইবেন অরিজিৎ!
বাংলা হোক কিংবা হিন্দি গান,প্রেমের জন্য অরিজিৎ সিংয়ের কণ্ঠ শ্রোতাদের কাছে অতুলনীয়। তবে শুধু প্রেমের গানেই তার ক্যারিয়ার সীমাবদ্ধ নয় বরং, একাধিক সিনেমায়ও তিনি ভিন্ন ধারার গানও গেয়েছেন। যার মধ্যে কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমা ‘খাদ’ এ তার গাওয়া ‘দেখো আলোয় আলো আকাশ’ একটি অন্যতম উদাহরণ। আর এই গান আজও মানুষের মনে গেঁথে রয়েছে।
এবার অরিজিৎ সিংকে নতুন ধারায় সঙ্গীতপ্রেমীদের মন জয়ের প্রস্তুতি নিচ্ছেন। সৃজিত মুখোপাধ্যায়ের আগামী সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’ এ তাকে কীর্তন গাইতে শোনা যাবে।

সৃজিতের সিনেমা মানেই নতুন এক সুর, নতুন এক আয়োজন। আর তাই এই সিনেমায় অরিজিৎকে কীর্তন গাইতে দেখা যাবে বলে এমনই গুঞ্জন চলছে টালিপাড়ায়।

অরিজিৎ সিংয়ের পাশাপাশি এই সিনেমায় আরও দুটি পরিচিত কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল ও জয়তী চক্রবর্তীও কীর্তন গাইবেন। এই প্রথম শ্রেয়া ঘোষাল কীর্তন পরিবেশন করবেন। অন্যদিকে,জয়তী চক্রবর্তীর কণ্ঠে নটী বিনোদিনী নাটকের অংশ হিসেবে ব্যবহৃত কীর্তন শোনা যাবে।

এছাড়া সিনেমায় গায়ক পদ্ম পলাশ কীর্তন পরিবেশন করবেন,যিনি মূলত লীলাকীর্তন পরিবেশন করেন।

সিনেমাটি শীতে মুক্তি পাওয়ার কথা রয়েছে এবং আশা করা যাচ্ছে অরিজিৎ, শ্রেয়া এবং জয়তীর কণ্ঠে কীর্তনের এই নতুন সূরাগ্রন্থি তার আগেই দর্শক-শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।
এসকে//