আন্তর্জাতিক

মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসাধারীদের জন্য সৌদি আরবে বিশেষ সুযোগ!

ছবি: সংগৃহীত

সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তর মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসাধারীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে। যারা ভিজিট ভিসায় সৌদি আরবে এসে নির্ধারিত সময় পার হয়ে গেছেন, তাদের এখন দেশ ছাড়ার জন্য সহজভাবে সুযোগ দেয়া হচ্ছে।

সৌদি সরকার ‘ফাইনাল এক্সিট’ নামক এই বিশেষ সুবিধা ২৬ জুন থেকে চালু করেছে, যা এক মাস পর্যন্ত কার্যকর থাকবে। এই সুযোগের মাধ্যমে, যারা নির্ধারিত সময়ের পরেও সৌদি আরবে রয়েছেন, তারা নির্ধারিত ফি পরিশোধ করে বৈধভাবে সৌদি আরব ত্যাগ করতে পারবেন।

এই সুযোগটি গ্রহণ করতে ভিজিট ভিসাধারীরা সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘আবশির’ প্ল্যাটফর্মের মাধ্যমে ‘তাওয়াসুল’ সেবার ব্যবহার করে আবেদন করতে পারবেন।

সৌদি কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, যদি এই সুযোগটি নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণ না করা হয়, তবে অবৈধভাবে অবস্থানরত ভিজিট ভিসাধারীদের স্পন্সরদেরও আইনি সমস্যার মুখোমুখি হতে হতে পারে। তাই সকল ভিজিট ভিসাধারীকে এই বিশেষ সুযোগ গ্রহণের জন্য দ্রুত আবেদন করার আহ্বান জানানো হয়েছে, যাতে তারা বৈধভাবে দেশে ফিরতে পারেন এবং কোনো আইনি জটিলতায় না পড়েন।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন