ইসরাইলি হামলায় গাজায় আরও ৭২ ফিলিস্তিনি নিহত
ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণে গাজা উপত্যকায় গত শুক্রবার একদিনে ৭২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং অন্তত ১৭৪ জন আহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবারের পর ইসরাইলি বাহিনীর হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৫৬,৩৩১ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন আরও ১ লাখ ৩২ হাজার ৬৩২ জন ফিলিস্তিনি।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। সেই থেকে সংঘাতের পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠে। এখন পর্যন্ত ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা নিয়ন্ত্রিত হামাসের যোদ্ধারা ইসরাইলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে। হামাসের এই হামলার প্রতিক্রিয়ায় ইসরাইল ১৫ মাসেরও বেশি সময় ধরে গাজায় অভিযান চালায়। চলমান যুদ্ধবিরতি ঘোষণার পরও পরিস্থিতি শান্ত হয়নি।
২০২৪ সালের ১৯ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও অন্যান্য মধ্যস্থতাকারী দেশগুলোর চাপের পর গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরাইল। তবে যুদ্ধবিরতির পর মাত্র দু'মাসের মধ্যেই ২০২৫ সালের ১৮ মার্চ ইসরাইল আবারও গাজায় অভিযান শুরু করে। দ্বিতীয় দফার এই অভিযানে গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছেন ৬ হাজার ৮ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ২০ হাজার ৫৯১ জন। হামাসের বিরুদ্ধে এই অভিযানে সশস্ত্র প্রতিরোধে ফিলিস্তিনি জনগণের অংশগ্রহণ থামছে না। তবে যুদ্ধের ফলে সাধারণ মানুষের প্রাণহানি ব্যাপকভাবে বেড়ে চলেছে।
এদিকে ইসরাইলের বিরুদ্ধে হামাসের অবস্থান বদলায়নি। তাদের দাবি,ফিলিস্তিনিরা স্বাধীনতা ও আত্মরক্ষার জন্য লড়াই করছে। অন্যদিকে, ইসরাইল তাদের আক্রমণকে আত্মরক্ষার কার্যক্রম হিসেবে উপস্থাপন করছে, তবে আন্তর্জাতিক মহলে এই সংঘাত থামানোর জন্য আরও পদক্ষেপের দাবি জানানো হচ্ছে।
এসকে//