এক নতুন মুখ নিয়ে লঙ্কানদের শক্তিশালী ওয়ানডে দল ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা। শুক্রবার (২৭ জুন) কলম্বো টেস্ট চলাকালীন লঙ্কান বোর্ড ওয়ানডের দল ঘোষণা করে।
১৬ সদস্যের এই দলে নেতৃত্ব দেবেন চারিথ আসালাঙ্কা। এক টেস্ট খেলা মিলান রত্নাওয়েকে প্রথমবারের মতো ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন। ওপেনার পাথুম নিশাঙ্কা পরপর দুই টেস্টে সেঞ্চুরি হাঁকিয়েছেন। তিনিও আছেন ওডিআই স্কোয়াডে। বাকিরা অনেকটা অনুমেয় সদস্য।
কুশল মেন্ডিস, আভিস্কা ফার্নান্দো, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা- এই নিয়মিত সদস্যরা দলে আছেন।
পেসার মিলান রত্নায়েকে দ্বিতীয় টেস্টের দলে জায়গা হারিয়েছেন চোটের কারণে। তাকেও রাখা হয়েছে ওয়ানডে স্কোয়াডে। তিনি খেলতে পারবেন ফিটনেস বিবেচনায়।
আগামী ২, ৫ ও ৮ জুলাই তিনটি ওডিআই ম্যাচ খেলবে দুই দল। প্রথম দুই ম্যাচ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে, তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে পাল্লেকেলে স্টেডিয়ামে।
শ্রীলঙ্কা স্কোয়াড: চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, নিশান মাদুশকা, কুশল মেন্ডিল, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জেনিত লিয়ানাগে, দুনিত ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহিশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, মিলান রত্নায়েকে, দিলশান মাদুশঙ্কা, আসিথা ফার্নান্দো ও ইশান মালিঙ্গা।
এমএইচ//