চার দাবিতে বামপন্থী দলগুলোর ঢাকা থেকে চট্টগ্রাম রোর্ডমার্চ শুরু
জাতীয় সম্পদ ও সার্বভৌমত্ব রক্ষার দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে রোড মার্চ শুরু করেছে দেশের বামপন্থী দল ও সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’। তাদের রয়েছে ৪ টি প্রধান দাবি।
শুক্রবার (২৭ জুন) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে উদ্বোধনী সমাবেশের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়।
কর্মসূচির মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে, ‘মা মাটি মোহনা, বিদেশিদের দেব না’। কর্মসূচিতে অংশগ্রহণকারীদের চারটি প্রধান দাবির মধ্যে রয়েছে; নিউমুরিং টার্মিনালসহ চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা বিদেশিদের হাতে না দিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বন্দর পরিচালনা করা, রাখাইনে করিডর দেওয়ার উদ্যোগ বাতিল, স্টারলিংকের সঙ্গে চুক্তি বাতিল, মার্কিন ও ভারতসহ সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে সব অসম চুক্তি বাতিল ও জনসম্মুখে প্রকাশ করা।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘আমরা মনে করি, চব্বিশের গণ–অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা হলো গণতন্ত্রের আকাঙ্ক্ষা। এই আকাঙ্ক্ষা হলো আধিপত্যবাদ আর সাম্রাজ্যবাদবিরোধী আকাঙ্ক্ষা। ইতিপূর্বে বিভিন্ন আন্দোলনে প্রাণ বিসর্জন দেওয়া সব শহীদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আমাদের সাম্রাজ্যবাদবিরোধী এই আন্দোলন দীর্ঘদিনের।’
জানা যায়, রোডমার্চ কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত সমাবেশ এবং বিকেলে কুমিল্লার টাউন হল মাঠে সমাবেশের আয়োজন করবেন তাঁরা। এ ছাড়া আগামীকাল শনিবার ফেনী জেলা শহীদ মিনারে গণমিছিল এবং বিকেল পাঁচটায় চট্টগ্রাম বন্দরে সমাবেশ আয়োজন করা হবে।
এমএইচ//