গাজায় আবারও ইসরাইলি হামলা, প্রাণ হারাল আরও ৭১ ফিলিস্তিনি
ইসরাইলের অব্যাহত বিমান ও স্থল অভিযানে একদিনেই গাজা উপত্যকায় প্রাণ গেছে আরও অন্তত ৭১ ফিলিস্তিনির। এই হামলায় আহত হয়েছেন প্রায় ২২০ জন। চলমান এই রক্তপাতের ফলে নিহতের সংখ্যা পৌঁছেছে প্রায় ৫৬ হাজার ২৬০ জনে, আহত হয়েছেন ১ লাখ ৩২ হাজারেরও বেশি মানুষ।
শুক্রবার (২৭ জুন) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় হতাহতদের এ পরিসংখ্যান নিশ্চিত করেছে গাজার বিভিন্ন হাসপাতাল সূত্র।
গাজার সরকারি মিডিয়া অফিস জানায়, গত এক মাসে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সহায়তায় পরিচালিত ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ)-এর ত্রাণ বিতরণকেন্দ্রের আশপাশে সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় ৫৪৯ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ৪ হাজার ৬৬ জন।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, শুধু গত ২৪ ঘণ্টায় হাসপাতালগুলোতে ১০৩টি মরদেহ আনা হয়েছে। আহতের সংখ্যা ২১৯। তবে এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন, যাদের কাছে উদ্ধারকারীরা পৌঁছাতে পারছেন না।
গত ১৮ মার্চ থেকে ইসরায়েল আবারও বড় পরিসরে আক্রমণ শুরু করলে, জানুয়ারির যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি কার্যত ভেঙে পড়ে। এই সময়ের মধ্যে আরও ৫ হাজার ৯৩৬ জন নিহত হয়েছেন, আহতের সংখ্যা ছাড়িয়েছে ২০ হাজার।
ইতিমধ্যে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজার পরিস্থিতি বিবেচনায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োআভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে, আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে।
এমএ//