জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসির সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

তবে সাক্ষাতে কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি প্রেস উইং।

এর আগে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, নির্বাচনী সামগ্রী কেনার প্রকিউরমেন্ট সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে। এজন্য একটা টেন্ডার একটু পরিবর্তন করতে হবে। সে কার্যক্রমও চলছে।

তিনি বলেন, ভোটার তালিকা এবং কোন পর্যন্ত সময়সীমা নিয়ে ভোটার করা হবেএ বিষয়ে বিদ্যমান আইনে পরিবর্তন আনার জন্য কমিশন একটা প্রস্তাব করেছেতারা বলেছেন, কমিশন যৌক্তিক বিবেচনায় যে সময়টাকে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য সঠিক মনে করবে সেই সময়ে যাতে সেটি করা যায় সেই ব্যবস্থা করা দরকার।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন