হাসনাত আবদুল্লাহ বুঝতে পারবেন তিনি ভুল করেছেন : দুদকের ডিজি
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে স্বাধীন বাংলাদেশে চা খাওয়ার বিল ১ লাখ টাকা শীর্ষক একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। এ বিষয়ে দুদকের মহাপরিচালক (ডিজি) আক্তার হোসেন বলেছেন প্রকৃত ঘটনা সামনে এলে হাসনাত আবদুল্লাহ বুঝতে পারবেন তিনি ভুল করেছেন।
বৃহস্পতিবার (২৬ জুন) দুদক কার্যালয়ে এ কথা বলেন সংস্থাটির মহা পরিচালক।
তিনি বলেন, ভিডিও এর বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।
এর আগে গত মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদকের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো. আকতারুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর একটি পোস্ট কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। পোস্টটিতে তিনি যাচাই-বাছাই ছাড়াই দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালকসহ কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য প্রদান করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি প্রতারক চক্র দুদকের চেয়ারম্যান, মহাপরিচালক বা কর্মকর্তা পরিচয়ে মামলা থেকে অব্যাহতির আশ্বাস দিয়ে প্রতারণা করে আসছে। যার সঙ্গে কমিশনের কোনো কর্মকর্তা জড়িত নন। ইতোমধ্যে কমিশন বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নিয়েছে এবং প্রতারক চক্রের অনেককে গ্রেপ্তারও করা হয়েছে।
সম্প্রতি হাসনাত আবদুল্লাহ ফেসবুকে এক পোস্টে কথোপকথনে ভিডিও ক্লিপ আপ্লোড করে লেখেন, ‘স্বাধীন বাংলাদেশে দুদকের চা খাওয়ার বিল ১ লাখ টাকা। আপনার নামে দুর্নীতির কোনো অভিযোগ না থাকলেও সেটার ক্লিয়ারেন্স নিতে আপনাকে ১ লাখ টাকা দিতে হবে। সম্প্রতি মাহমুদা মিতুর কাছ থেকে এই টাকা চাওয়া হয়েছে দুদকের ডিজি আক্তার আর তাঁর ডিডি পরিচয়ে।
বিষয়টি নিয়ে ওই পোস্টে ক্ষোভও প্রকাশ করেন তিনি।
হাসনাত আবদুল্লাহর এই পোস্টের পরেই বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।
আই/এ