দেশজুড়ে

খালে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

মাদারীপুরে খালে ভাসমান অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ জুন) কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের ভবানীপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ সোহেল রানা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, তারা প্রথমে মরদেহটি খালে ভাসতে দেখে পুলিশকে জানায়।  পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠায়।

ওসি খন্দকার মোহাম্মদ সোহেল জানান, মরদেহটির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, কারণ এটি খুবই গলিত। বয়স আনুমানিক ৪২ বছর হতে পারে। তবে ধারণা করা হচ্ছে, এটি বেশ কিছুদিন আগে নদীতে ভেসে এসেছিল এবং পরে জোয়ারের পানিতে খালে চলে আসে।  

ওসি খন্দকার মোহাম্মদ সোহেল আরও জানান, নৌপুলিশ মরদেহটি উদ্ধার করে তদন্ত শুরু করেছে।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন