জাতীয়

৪৩ দিন পর নগর ভবনে এলেন দক্ষিণের প্রশাসক

ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে গত ১৪ মে থেকে ঢাকাবাসীব্যানারে আন্দোলন শুরু হয়এতে অবরুদ্ধ হয়ে পড়ে নগর ভবন। এর ৪৩ দিন পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনে এসেছেন সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে তিনি নগর ভবনে আসেন। এসময় সেবা কার্যক্রম চালুর ঘোষণা দিয়েছেন মো. শাহজাহান মিয়া।

তিনি বলেন, আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না। আমরা সামনে এগিয়ে যাব। সামনে অগ্রাধিকার ভিত্তিতে অনেকগুলো কাজ করব

এর আগে গত ১৪ মে থেকে ইশরাকের সমর্থকেরা নগর ভবনে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন। ফলে ওইদিন থেকে সংস্থাটির প্রশাসক নগর ভবনে আসতে পারেননি।

গত ১৫ মে থেকে ৩ জুন পর্যন্ত নগর ভবন থেকে দেওয়া সব নাগরিক সেবা বন্ধ ছিলোজরুরি প্রয়োজনে এসে এ সময় সেবাপ্রার্থী নাগরিকদের বারবার ঘুরে যেতে হয়েছে। সে সময় দক্ষিণ সিটি করপোরেশনের ইশরাকপন্থী কর্মচারীরা নগর ভবনের মূল ফটক আটকে রাখার পাশাপাশি প্রতিটি বিভাগে তালা ঝুলিয়ে সেবা কার্যক্রম বন্ধ করে রাখেন।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন