বাংলাদেশ

শর্তসাপেক্ষে প্রধানমন্ত্রীর মেয়াদের প্রস্তাব মেনে নেবে বিএনপি

এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ ১০ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন বলে যে প্রস্তাব জাতীয় ঐকমত্য কমিশন তুলেছে, সেটা মেনে নেবে বিএনপি। তবে এখানে তাদের একটি শর্ত আছে। জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) বা এমন কোনো পর্ষদের চিন্তা বাদ দিতে হবে। 

বুধবার (২৫ জুন) রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা বৈঠকের ষষ্ঠ দিনের আলোচনা শেষ হয়। এরপর বিএনপির পক্ষ থেকে এই অবস্থান তুলে ধরেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘এনসিসির মতো আর কোনো বডি নির্বাহী ক্ষমতার কর্মকাণ্ড বাধাগ্রস্ত করে বা ইন্টারফেয়ার করে বা এমন ব্যবস্থা থাকলে আমরা সে প্রস্তাবটা গ্রহণ করব না। এনসিসির মতো ব্যবস্থা থাকলে আমরা আগের অবস্থায় থাকব (কারও প্রধানমন্ত্রিত্বের মেয়াদ ১০ বছর মানবেন না)।

তিনি বলেন, ‘ফ্রিডম অব প্রেস (সংবাদমাধ্যমের স্বাধীনতা) যদি আমরা নিশ্চিত করতে পারি, দুদকসহ অন্যান্য রিলেটেড প্রতিষ্ঠানগুলো যদি আমরা শক্তিশালী করতে পারি, এখানে গণতন্ত্র রক্ষাকবচ হিসেবে কাজ করবে তারা। এসব প্রতিষ্ঠান ছাড়া গণতন্ত্র কখনো শক্তিশালী হবে না।’

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, ‘সাংবিধানিক প্রতিষ্ঠানসহ অন্য প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহি নিশ্চিত করতে হবে, ট্রান্সপারেন্সি (স্বচ্ছতা) নিশ্চিত করতে হবে। যেসব সাংবিধানিক প্রতিষ্ঠান এটার সঙ্গে সম্পর্কিত, সেগুলোর আইন না থাকলে আইন করা। আর যেগুলোর আইন আছে, সে আইন সংস্কার করা। তাহলে রাষ্ট্রে ক্ষমতার মধ্যে চেক অ্যান্ড ব্যালান্স (ক্ষমতার ভারসাম্য) তৈরি হবে।’

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীন, স্বাধীন নির্বাচন কমিশন যদি স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করে এবং জুডিশিয়ারির (বিচার বিভাগ) স্বাধীনতা পুরোপুরি নিশ্চিত করা যায় এবং দুদকসহ অন্যান্য যেসব প্রতিষ্ঠান সম্পর্কিত, সেগুলোকে যদি শক্তিশালী করা যায় তাহলে তা গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে কাজ করবে। এসব প্রতিষ্ঠান ছাড়া, গণতন্ত্রের রক্ষাকবচ ছাড়া, গণতন্ত্র কখনো শক্তিশালী হবে না।

বিএনপি ছাড়াও ছাড়াও জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল আজকের আলোচনায় অংশ নেয়।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন