শনিবার 'মার্চ টু এনবিআর' কর্মসূচি ঘোষণা
অর্থ মন্ত্রণালয়ে থেকে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকের আহ্বানে সাড়া দেননি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (২৫ জুন) এনবিআর সংস্কার পরিষদের পক্ষ থেকে জানানো হয়, ২৮ জুন (শনিবার) সারা দেশের কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তর থেকে এনবিআর অভিমুখে ‘মার্চ টু এনবিআর’ পালিত হবে।
আগামীকাল, বৃহস্পতিবার অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকের আহ্বান জানানো হয়েছিল আন্দোলনরত এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের। কিন্তু আজ বিকেলে তারা জানিয়েছেন, অর্থ উপদেষ্টার সঙ্গে তারা বৈঠকে যাচ্ছেন না।
আন্দোলনরতদের এক দফা দাবি। তারা বলছেন, অনতিবিলম্বে বর্তমান এনবিআর চেয়ারম্যানের অপসারণ করতে হবে। এনবিআরের চেয়ারম্যানের অপসারণের মধ্য দিয়েই সরকারের রাজস্ব ব্যবস্থা সংস্কারের যাত্রা শুরু হবে। এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আগামী ৭ জুলাই রাজস্ব ব্যবস্থা সংস্কারের একটি পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরবে।
এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের অন্যান্য কর্মসূচি হলো আগামীকাল দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আন্তর্জাতিক যাত্রীসেবা ও রপ্তানি ব্যতীত কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের এনবিআরসহ সারা দেশের সব দপ্তরে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি; এনবিআরের বর্তমান চেয়ারম্যানকে ২৭ জুনের মধ্যে অপসারণ না করা হলে ২৮ জুন কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এই কমপ্লিট শাটডাউনের আওতাবহির্ভূত থাকবে।
এমএইচ//