ট্রাম্পকে নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনয়ন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন দেশটির একজন কংগ্রেস সদস্য।
প্রায় দুই সপ্তাহ ইসরাইল ও ইরানের সংঘাতের পর যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকার জন্য ট্রাম্পকে এ মনোনয়ন দেওয়া হয়েছে।
মার্কিন রিপাবলিকান কংগ্রেস সদস্য আর্ল ‘বাডি’ কার্টার নরওয়ের নোবেল কমিটিকে চিঠি পাঠিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে এই মনোনয়ন দেন। চিঠিতে বলা হয়, ‘পশ্চিম জেরুজালেম ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের ভূমিকা ‘অসাধারণ ও ঐতিহাসিক।’
গতকাল মঙ্গলবার ট্রাম্প ওই যুদ্ধবিরতি ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই ইসরাইল ও ইরান আবারও একে অপরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। পরে দুপক্ষকেই কড়া ভাষায় তিরস্কার করেন ট্রাম্প। তারপর ইসরাইল আর নতুন করে হামলা করেনি।