দেশজুড়ে

রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

ছবি: সংগৃহীত

রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম অমিত হাসান (২২)। মঙ্গলবার (২৪ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে।

নিহত অমিত কিশোরগঞ্জ সদর উপজেলার মৃত দুলারের ছেলে এবং ঢাকার কলেজগেট এলাকায় বসবাস করতেন। বিষয়টি গণমাধ্যমকে শেরেবাংলা নগর থানার এসআই সামিউল হক নিশ্চিত করেছেন।

নিহতের ছোট বোন সানজিদা আক্তার জানান, ওই রাতে এক বান্ধবীর সঙ্গে খিচুড়ি খেতে বের হলে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে কয়েকজন দুর্বৃত্ত তাকে মারধর ও ছুরিকাঘাত করেগুরুতর অবস্থায় তাকে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেলে নেয়া হয়পরে বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এসআই সামিউল জানান, ঘটনার তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

এসকে// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন