জাতীয়

নির্বাচন নিয়ে সরকারের নির্দেশনা পায়নি সেনাবাহিনী

ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচন নিয়ে এখনো সরকারের পক্ষ থেকে অফিসিয়াল কোনো নির্দেশনা পায়নি  বাংলাদেশ সেনাবাহিনী। তবে সরকারের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করবে

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ঢাকা সেনানিবাসে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের (স্টাফ কর্নেল) কর্নেল মো. শফিকুল ইসলাম

মব ভায়োলেন্স নিয়ে তিনি বলেন, মব ভায়োলেন্স কিংবা জনদুর্ভোগ সৃষ্টিকারী যেকোনো পরিস্থিতির বিরুদ্ধে সেনাবাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা মব ভায়োলেন্স অনেকাংশে কমিয়ে নিয়ে এসেছি। রংপুরের ঘটনাটিতে যে মব ভায়োলেন্স ঘটেছিল সেখানে সেনাবাহিনী সঠিক সময়ে উপস্থিত হওয়ার কারণে সেই পরিস্থিতিটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছিলো

ঈদযাত্রা প্রসঙ্গে এ সেনা কর্মকর্তা বলেন,  আমাদের পুরুষ অফিসারদের পাশাপাশি নারী অফিসার ও সৈনিকরা রাস্তায় নেমে নির্দ্বিধায় ঈদের সময় অর্পিত দায়িত্ব পালন করেছে। আমরা ১২৫৫টি গাড়ি থেকে ৩৫ লাখেরও বেশি টাকা যাত্রীদের ফেরত দিতে সক্ষম হয়েছি। এসব কিছুই সম্ভব হয়েছে আমাদের সেনাবাহিনীর সার্বক্ষণিকভাবে দেশের মানুষের পাশে কাজ করার ইচ্ছা, প্রবণতা, সিনসিয়ারিটি, সততা ও হার্ড ওয়ার্কের জন্য

বিগত ঈদের তুলনায় এ বছরের ঈদে মৃতের সংখ্যা এবং গুরুতর আহতের সংখ্যা ৩০ থেকে ৪০ শতাংশ কমিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

ভারত ও মিয়ানমার সীমান্ত থেকে পুশইনের বিষয়ে সেনাবাহিনীর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে বিজিবি ও কোস্টগার্ড সতর্ক ও সজাগ আছে। সীমান্ত এলাকায় তারা টহল বৃদ্ধি করেছে। এ বিষয়ে সেনাবাহিনী অন্তর্ভুক্ত হওয়ার মতো বিষয় এখনো অনুভূত হয়নি, তাই বিষয়টি বিজিবি ও কোস্টগার্ড দেখছে।

শীর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর কার্যক্রম চলমান থাকবে বলেও জানান কর্নেল মো. শফিকুল ইসলাম

 

 আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন