ইরানের জন্য এখন ‘দুটি সহজ শব্দ—নিঃশর্ত আত্মসমর্পণ
ইরানে হামলা প্রসঙ্গে ট্রাম্প ‘করতেও পারি, না-ও করতে পারি’
ইরানে আমেরিকা হামলা করবে কি না এমন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, "আমি এটা বলতে পারি না,আমি এটা করতে পারি,আবার নাও করতে পারি। কেউ জানে না আমি কী করতে চাই। কিন্তু আমি এটা বলতে পারি, ইরান অনেক সমস্যায় পড়েছে এবং তারা আলোচনা করতে চায়।"
বুধবার (১৮ জুন) হোয়াইট হাউজের বাইরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন । এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন বৃটিশ বার্তা সংস্থা বিবিসি।
ট্রাম্প পুনরায় ইরানের আলোচনার প্রসঙ্গ টেনে বলেন, সাম্প্রতিক সময়ে ইরান যে বেশ কয়েকবার ইসরাইলের উপর হামলা চালিয়েছে। এর আগেই ইরানের আলোচনায় আরও আগ্রহী হওয়া উচিত ছিল।
তিনি বলেন , ইরানের আলোচকেরা তাঁকে ইঙ্গিত দিয়েছেন যে তারা ‘হোয়াইট হাউসে আসতে পারে’। যদিও এটিকে কঠিন বলেই তিনি মনে করেন।
তিনি আরও বলেন, ইরানের বিমান প্রতিরক্ষা প্রায় ধ্বংস হয়ে যাওয়ায় তিনি নিশ্চিত নন, এই সংঘাত ‘কত দিন চলবে’। ইরানের জন্য এখন ‘দুটি সহজ শব্দ—নিঃশর্ত আত্মসমর্পণ। তিনি আর সহ্য করবেন না। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তাঁর বিশ্বাস, দেশটি ওই কর্মসূচির পেছনে অসৎ উদ্দেশ্য রয়েছে।
ট্রাম্প যোগ করেন, তিনি ইরানিদের পছন্দ করেন এবং নিজের কর্মজীবনে অনেক ইরানির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
গতকালও ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে ইরানকে ঘিরে গতকাল কয়েকটি পোস্ট করেছিলেন ট্রাম্প।
আই/এ