ঈদের দিন ঘুরতে বের হয়ে আর ফেরা হলো না সোহানার
যশোরের ঝিকরগাছা উপজেলায় এক মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সোহানা আক্তার (১১)। রোববার (৮ জুন) সকাল ৮টার দিকে উপজেলার নাভারন ইউনিয়নের মানিকালী গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ পাওয়া যায়।
সোহানা ঝিকরগাছার চাঁদপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে। তার বাবা বায়সা বাজারে মুদি দোকান চালান। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ঈদুল আজহার দিনে বিকেল ৩টার সময় সোহানা বাড়ি থেকে বের হয় ফুল মোড় যাওয়ার জন্য। কিন্তু রাত পর্যন্ত সে আর বাড়ি ফিরেনি। পরিবারের লোকজন তাকে খুঁজে বের করতে চেষ্টা করলেও তার কোনও সন্ধান পাওয়া যায়নি। পরের দিন সকালে স্থানীয়রা মানিকালী গ্রামের পুকুরে সোহানার মরদেহ দেখতে পান।পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, এই মৃত্যুকে নিয়ে নানা জল্পনা চলছে এবং অনেকেই সন্দেহ করছেন এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।
ওসি নূর মোহাম্মদ জানান, এ ঘটনায় তদন্ত চলছে তবে এটি হত্যাকাণ্ড কি না তা স্পষ্ট নয়।
এসকে//