ফুটবলাররা নামাজ আদায়ে চাঁদ মসজিদে
শাহবাগে ঈদের নামাজ আদায় করেছেন হামজা-জামালরা। শনিবার (৭ জুন) সকাল ৭টায় শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের নিকটবর্তী চাঁদ মসজিদে ঈদের নামাজ আদায় করেন তারা।
ঈদ উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে দলের সবাইকে সাদা পাঞ্জাবি উপহার দেওয়া হয়। সেই পাঞ্জাবি পরেই নামাজ আদায় করেন তারা। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কোলাকুলি করেছেন ফুটবলাররা। পরে হোটেলে ফিরে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
আগামী ১০ জুন সিঙ্গাপুর ম্যাচ। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার দল। একারণে ছুটি পাননি ফুটবলাররা। ঈদের দিনে বেলা ২টা পর্যন্ত পরিবারের সাথে দেখা করার সুযোগ পাবেন তারা। তবে এদিনও অনুশীলন করতে হবে তাদের। বিকেলে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবেন তারা।
গেল ৪ জুন ভুটানকে ২-০ গোলে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন দেশের ফুটবলাররা।