নরেন্দ্র মোদি নেতানিয়াহুর সস্তা ভার্সন: বিলাওয়াল ভুট্টো
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ‘সস্তা কপি’ হিসেবে আখ্যায়িত করেছেন পাকিস্তানের পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো।
জাতিসংঘে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বুধবার পাকিস্তানের সংবাদমাধ্যম আরওয়াই নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিলাওয়াল ভুট্টো বলেন, মোদি প্রথমে গুজরাটের কসাই ছিলেন, তারপরে কাশ্মীরের কসাই। এখন তিনি সিন্ধু সভ্যতাকে পদদলিত করতে চান।
কাশ্মীরে ভারতের নীতির সমালোচনা করে তিনি আরও বলেন, নয়া দিল্লি ইসরাইলি দখদারিত্বের কৌশলে অনুপ্রাণিত। দুর্ভাগ্যক্রমে, ভারত সবচেয়ে বাজে উদাহরণ অনুসরণ করছে।
সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তান সব ধরনের পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে পিপিপির এই চেয়ারম্যান বলেন, আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ দমনে ভারত যথাযথভাবে পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।
এনএস/