১৯ লাখ টাকা দামের গরু ১২ লাখ টাকা
৩০ মণ ওজনের গরু নাম ‘হামজা’
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে পলিটেকনিক ইন্সটিটিউট মাঠে কোরবানির পশুর হাটে একটি গরুর ওজন ৩০ মন। হামজা নামের গরুটির দাম হাঁকা হচ্ছে ১৯ লাখ টাকা। সর্বোচ্চ দাম উঠেছে ১২ লাখ টাকা।

গরুর মালিক জানিয়েছেন, তিনি কুমিল্লায় লালমাই এলাকার বাসিন্দা। এক বছর আগে তিনি হামজাকে কিনেছেন। তারপর আড়াই বছর ধরে লালন পালন করছেন। হামজাকে প্রতিদিন আপেল খাওয়াতে হয়।

তিনি আরো জানান, তার ফার্মে ৪২টি গরু আছে। এই হাটে তিনি ৩০টি গরু নিয়ে এসেছেন। গেল বছরেও তিনি ৭টি গরু নিয়ে এসেছিলেন সবগুলো বিক্রি হয়েছে।
এমএ//