আন্তর্জাতিক

ইউক্রেনের ড্রোন হামলায় তছনছ রাশিয়া, ৪০ বোমারু বিমান ধ্বংস

রাশিয়ার চারটি বিমান ঘাঁটিতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববারের এই হামলায় রাশিয়ার অন্তত ৪০টি বোমারু বিমান ধ্বংসের দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস, এসবিইউ বলছে, শত্রুদের বোমারু বিমান লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে মস্কোর ৪০ টি বোমারু বিমান ধ্বংস হয়েছে।   

এই হামলার বেশ কিছু ভিডিও প্রকাশ করেছে ইউক্রেন। ভিডিওতে সাইবেরিয়ার ইয়াকুটস্ক অব্লাস্টে থাকা রাশিয়ার বেলায়া বিমান ঘাঁটিতে ড্রোন হামলার দৃশ্য ধরা পড়েছে। এছাড়া রাশিয়ার উত্তর-পশ্চিমের মুরমান্সক অঞ্চলে অলেনিয়া বিমানঘাঁটিতে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। পাশাপাশি মস্কোর পূর্বে ইভানোভো ও দ্যাগিলেভো শহরে অবস্থিত বিমান ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

রাশিয়ায় এই ভয়াবহ ড্রোন হামলার নাম দেয়া হয়েছে ‘অপারেশন স্পাইডার’স ওয়েব’। এটি দেড় বছর আগে থেকে পরিচালনার পরিকল্পনা করছিলো কিয়েভ।

সূত্র বলছে, হামলার আগে ড্রোনগুলোকে একটি ট্রাকের মধ্যে কাঠের তৈরি কেবিনের নিচে লুকিয়ে রাখা ছিলো। দূর নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে কেবিন গুলোর ছাদ খুলে দেয়া হয়। পরে এসব ড্রোন নিকটবর্তী বিমা ঘাঁটিতে আঘাত হানে।

ধ্বংস করা বোমারু বিমানের মধ্যে আছে রাশিয়ার কৌশলগত টিইউ-৯৫, (বিয়ার), টিইউ ২২ এমথ্রিস ও এ-৫০ যুদ্ধবিমান।    

 

এনএস/ 

 

এ সম্পর্কিত আরও পড়ুন